khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে দিনব্যাপী তথ্য মেলা: আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৭ নভেম্বর ২০২৪, ১:৫৪ অপরাহ্ণ ২৮৩ জন পড়েছেন
Link Copied!

‘তথ্যই শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪ সালের তথ্য মেলা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরের টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। উদ্বোধন পর্বের পর, একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে তথ্য মেলার মূল পর্ব শুরু হয় একটি আলোচনা সভার মাধ্যমে, যেখানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহ-সভাপতি বেলা রানী দাশ। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মো. জহুরুল আলম, এবং জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন তথ্যসেবা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা বিশেষ করে তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, সরকারি সেবা সংলাপ, যুবদের দক্ষতা বৃদ্ধি, দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করাসহ নানা বিষয়ে আলোচনা করেন।

এই তথ্য মেলা ২০২৪ সরকারের নানাবিধ উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, তথ্য অধিকার আইন ও সরকারি সেবা বিষয়ে সাধারণ জনগণকে আরও সচেতন ও আগ্রহী করার জন্য এ ধরনের মেলার আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুন খাগড়াছড়ি নিয়ে

Khagrachari plus ads