khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ১৮ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

আরিফুল ইসলাম মহিন
১৮ আগস্ট ২০২৫, ১:২১ অপরাহ্ণ ২৫৯ জন পড়েছেন
Link Copied!

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, খাগড়াছড়িতে মাছের চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন অর্ধেকেরও কম। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হয়। এ অবস্থায় আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি-নির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ এবং জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মনজিলা সুলতানা।

মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে পোনা অবমুক্তকরণ, খামারিদের প্রশিক্ষণসহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

Khagrachari plus ads