khagrachari Plus
খাগড়াছড়িSaturday , ১৪ ডিসেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ PM ২৬৪ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) জেলা শহরের মধুপুর এলাকা থেকে রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান,

মধুপুর এলাকার নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় প্রায় ২০টিরও বেশি মামলা রয়েছে। আগামীকাল (রবিবার) তাকে আদালতে তোলা হবে।

আশুতোষ চাকমা খাগড়াছড়ি জেলা আইনজীবিদের সংগঠন জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

খাগড়াছড়ি নিয়ে আরও…