Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ ২৪২ জন পড়েছেন
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জীবনমানের উন্নতির জন্য পাহাড়ি ও বাঙালিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক অগ্রগতি সম্ভব।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

কৃষি অর্থনীতি ও পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য অঞ্চলে কফি, কাজু বাদাম ও ইক্ষু চাষের মাধ্যমে কৃষি অর্থনীতির সমৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, পরিবেশ রক্ষার স্বার্থে বন উজাড় বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পাহাড়ের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জেলা পরিষদের কার্যক্রম নিয়ে অসন্তোষ

সভায় উপস্থিত রাজনৈতিক নেতারা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সমালোচনা করেন এবং পরিষদ পুনর্গঠনের দাবি জানান। এ প্রসঙ্গে উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেন,

“উন্নয়নের জন্য সদিচ্ছা ও দক্ষতা থাকলে অনেক কিছু করা সম্ভব। তিন মাস আগে জেলা পরিষদ গঠিত হলেও এখনো উন্নয়ন প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হয়নি। তাহলে আগামী তিন মাসের মধ্যে কখন টেন্ডার আহ্বান করা হবে? কখন প্রকল্প বাস্তবায়ন করা হবে?”

তিনি আরও বলেন,

“আমরা দায়িত্ব পেয়েছি জনগণের সেবা নিশ্চিত করতে। লোক দেখানো কাজ না করে জনগণের আস্থা অর্জন করা জরুরি। আমরা এখানে চিরস্থায়ী নই, যত দ্রুত কাজ শেষ করে যেতে পারবো, ততই সমালোচনা কম হবে।”

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান এবং সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads