khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ ১০৪৭ জন পড়েছেন
Link Copied!

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে খাগড়াছড়িতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই গণহত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে।

আজ রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চেঙ্গি স্কয়ার থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্তরের মুক্তমঞ্চে গিয়ে এটি শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করে পুরো শহর। “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “গোলামী না আজাদী, আজাদী আজাদী”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”—এমন বিভিন্ন শ্লোগান তুলতে দেখা যায় আন্দোলনকারীদের।

সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন,

“ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল গুম, খুন,দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান ছাত্র প্রতিনিধিরা।”

মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন অপূর্ব ত্রিপুরা, মো. জাহিদ হাসান, আদনান আমিন বাবু, আল আমিন, বাকিব মনি ইফতি প্রমুখ।

Khagrachari plus ads