khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, ১ আহত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০২ জানুয়ারি ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ ৫৬০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলুটিলা ২০ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. ফিরোজ, তিনি বান্দরবান জেলার লামা সিলাছড়ি এলাকার মো. কামালের ছেলে। আহত আরোহী মো. রাকিব কাজী, গোপালগঞ্জের চকল পুর গ্রামের ওয়াহাব কাজীর ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

khagrachari road accident truck motorcycle death (1)

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানিয়েছেন,

“সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং একজনের চিকিৎসা চলছে। তার অবস্থা এখন মোটামুটি ভালো, তবে পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।”

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন,

“সিমেন্ট বোঝাই ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Khagrachari plus ads