khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের টানে পাকিস্তান থেকে খাগড়াছড়িতে যুবক

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৩ ডিসেম্বর ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ ১১০৭ জন পড়েছেন
Link Copied!

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই প্রেমের টানে পাকিস্তানের লাহোর শহর থেকে বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এসেছেন ২৮ বছরের আলীম উদ্দিন। তিনি লাহোরের বাসিন্দা এবং মৃত জেমীল উদ্দিনের ছেলে।

আলীম উদ্দিন জানান, প্রায় ৮ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয় খাগড়াছিড়ি কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার বৃষ্টির সঙ্গে। বৃষ্টি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের মেয়ে এবং খাগড়াছড়ি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রেমিক আলীম গত ১১ ডিসেম্বর পাকিস্তান থেকে চট্টগ্রামে আসেন। সেখানে বেস্ট ওয়েস্টার্ন চট্টগ্রাম হোটেলে ৮ দিন অবস্থান করার পর ১৯ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছে বৃষ্টির সঙ্গে কোর্ট ম্যারেজ করেন। পরে চট্টগ্রামে ফিরে যান। ২২ ডিসেম্বর বেলছড়ি এলাকায় পরিবারের উপস্থিতিতে পুনরায় তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন বৃষ্টির বাবা আবুল হোসেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। বর্তমানে আলীম উদ্দিন মেয়ের বাড়িতেই অবস্থান করছেন। তিনি জানান, মেয়ের পাসপোর্ট-ভিসার কাজ সম্পন্ন হলে তাকে নিয়ে পাকিস্তানে ফিরবেন।

বৃষ্টির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বাবা বিষয়টি এড়িয়ে যাওয়ায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর মতে, ২২ ডিসেম্বর মাটিরাঙ্গায় পাকিস্তানি যুবকের সঙ্গে বৃষ্টির বিয়ে সম্পন্ন হয়। মেয়ের বাবা আবুল হোসেন বলেন, “প্রথমে সম্পর্ক মেনে নিতে না চাইলেও পরে উভয়ই প্রাপ্তবয়স্ক হওয়ায় এবং বিয়ে হয়ে যাওয়ায় আমরা তা মেনে নিয়েছি। তবে বিয়ের আনুষ্ঠানিকতা না হওয়ায় কোনো কাগজপত্র বা ছবি নেই।”

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রীয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Khagrachari plus ads