khagrachari Plus
খাগড়াছড়িFriday , ২০ ডিসেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ

আরিফুল ইসলাম মহিন
২০ ডিসেম্বর ২০২৪, ৩:১৮ PM ১০১ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোহাম্মদপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মোঃ তারা মিয়া (৫৮) এবং দমদম গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ আজগর হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পানছড়ি থানার এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন,

“গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদের দ্রুত খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে।”

পানছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads