khagrachari Plus
খাগড়াছড়িTuesday , ১০ ডিসেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আরিফুল ইসলাম মহিন
১০ ডিসেম্বর ২০২৪, ৬:১৫ PM ১১০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পানছড়ি সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন এবং সঞ্চালনা করেন পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, পানছড়ি সমিতির সভাপতি রিপন সরকার, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, পানছড়ি ছাত্র সমন্বয়ক মনির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ইউছুফ আদনান, শিক্ষক আশিকুর রহমান, রুমেল মারমা এবং আব্দুল মান্নান।

বক্তারা বলেন,

খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি খাগড়াছড়ি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়ন, পানছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং মাটিরাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় তিন লক্ষাধিক মানুষ প্রতিদিন জেলা সদরে যাতায়াত করেন। প্রত্যন্ত অঞ্চলের এসব মানুষের শিক্ষা ও চিকিৎসার জন্য প্রতিনিয়ত জেলা সদরে আসার প্রয়োজন হয়। তবে সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিদিন ভাঙাচোরা রাস্তা পার হতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে। জরুরি রোগী পরিবহনেও দেখা দিচ্ছে মারাত্মক সমস্যা। বিশেষ করে গর্ভবতী মায়েদের যাতায়াতে অনিশ্চয়তা ও অসহনীয় কষ্টের মুখোমুখি হতে হচ্ছে।

বক্তারা আরও বলেন,

সড়কের ভগ্নদশা এমন অবস্থায় রয়েছে যে, মাত্র ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতেও ব্যথানাশক ওষুধ সেবন করতে হচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কারণে কৃষিজ ও বনজ পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, যা কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ফেলছে। তাছাড়া প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে, যা জনমনে চরম অসন্তোষ তৈরি করেছে। সড়কের দ্রুত সংস্কার না হওয়াকে প্রশাসনের উদাসীনতা ও জনগণের প্রতি অবমূল্যায়ন হিসেবে গণ্য করা হচ্ছে।

বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতীতেও তিন লক্ষাধিক জনগণ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন। তাই সড়কটি মানসম্মতভাবে পুনর্নির্মাণের মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এ অঞ্চলের মানুষের অসন্তোষ আরও বাড়বে।

মানববন্ধন শেষে আল আমিন, আবুল কাশেম এবং মো. আশিকুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়, যেখানে সড়ক পুনর্নির্মাণ বা মানসম্মত সংস্কারের দাবি জানানো হয়।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads