khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বেগম রোকেয়া দিবসে চার নারী পেলেন ‘জয়িতা’ সম্মাননা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৯ ডিসেম্বর ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ ৩৪২ জন পড়েছেন
Link Copied!

বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়িতে চার মহীয়সী নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে শহরের টাউন হল মিলনায়তনে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে ৪ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন

সম্মাননা প্রাপ্ত নারীরা:

১. অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী: তাসলিমা আক্তার বিথী
২. শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: প্রত্যাশা চাকমা
৩. সফল জননী নারী: বিপুলা চাকমা
৪. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: ক্রাঞো মারমা

অতিথিদের বক্তব্য:

প্রধান অতিথি তার বক্তব্যে বেগম রোকেয়ার সংগ্রামের কথা স্মরণ করে বলেন,

“বেগম রোকেয়া নারীদের মধ্যে শিক্ষা ও সমান অধিকারের প্রচলন ঘটাতে আজীবন সংগ্রাম করেছেন। তার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের নারীদের প্রতি বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম সোনিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, রাঙামাটি পার্বত্য জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক মোঃ জাহিদ কালাম এবং খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসীম উদ্দীন মজুমদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‘জয়িতা’ নারীদের অনুভূতি:

সফল নারীরা সংবর্ধনা পেয়ে বলেন,

“আমাদের এই সম্মাননা প্রতিটি নারীর জন্য অনুপ্রেরণার প্রতীক। সমাজের বাঁধা অতিক্রম করে যে কোনো নারী তার স্বপ্ন পূরণ করতে পারে।”

Khagrachari plus ads