khagrachari Plus
খাগড়াছড়িSaturday , ৩০ নভেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ধর্মের ভাই পরিচয়ে পর্যটক অপহরণ, মুক্তিপণ দাবি: গ্রেফতার ১

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৮ PM ৩৭ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক পর্যটককে অপহরণ করেছে একটি চক্র। জেলার দীঘিনালার বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে দীঘিনালা থানা পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করে।

শুক্রবার রাতে দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ভুক্তভোগী মিজানুর রহমান নিজে বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

অপহরণের ঘটনা:
মামলার এজাহার থেকে জানা যায়, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেলে তার স্বজন মোঃ ফারুকের বাসায় বেড়াতে দীঘিনালায় আসেন।

ফারুকের মোবাইল বন্ধ পেয়ে স্থানীয় কয়েকজনের কাছে ফারুকের ঠিকানা জানতে চাইলে শহিদুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। শহিদুল মিজানুরকে “ধর্মের ভাই” বলে সম্বোধন করে এবং নিজের বাড়িতে নিয়ে যায়।

রাতে মিজানুরকে খাবার খাইয়ে ঘুমাতে দেয়। তবে সকালে মিজানুর বাড়ি ফিরতে চাইলে শহিদুলসহ আরও পাঁচজন মিলে তাকে মারধর করে এবং পরিবারের কাছে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশে খবর দিলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

উদ্ধার অভিযান ও গ্রেফতার:
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন,

“অপহৃতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা মোবাইলের লোকেশন শনাক্ত করি। শুক্রবার বিকেলে বোয়ালখালি ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে উদ্ধার করি। এ সময় মোঃ রফিক (৩০) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি আসামিরা পালিয়ে যায়।”

অপহৃত মিজানুরকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান,

“খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান নিয়মিত চলমান রয়েছে।”

পরবর্তী পদক্ষেপ:
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

খাগড়াছড়ি নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads