khagrachari Plus
খাগড়াছড়িFriday , ২৯ নভেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৫ PM ৭৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির রামগড়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে স্লোগান ছিল “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”

আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার ঐতিহাসিক রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আলিম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছেন ১৬টি দল।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেন,

“খেলাধুলা মানুষকে সুস্থ রাখে। এছাড়াও বিভিন্ন প্রকার অসামাজিক কার্যক্রম ও মাদকাসক্ত থেকে দূরে রাখতে এবং ডিজিটাল আসক্ত থেকে বিরত থাকতে লেখাপড়ার পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ তৈরি করা জরুরি। দেহ ও মনকে সুস্থ্য রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন সুদৃড় উঠে।”

তিনি আরও বলেন,

ঐতিহাসিক রামগড়ের এই মাঠটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত হয়। মাঠটি দেশজুড়ে খেলাধুলার জন্যে বিখ্যাত ছিল। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, মাটিরাঙা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহজালাল কাজলসহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং ক্রীড়া প্রেমী দর্শক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে রামগড় বল্টুরাম টিলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে কবিরহাট নোয়াখালী ক্লাব। এ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কবিরহাট নোয়াখালী ক্লাবের খেলোয়াড় সাবিন

খেলা নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads