khagrachari Plus
খাগড়াছড়িTuesday , ১২ নভেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১২ নভেম্বর ২০২৪, ১০:৩২ PM ৯৬ জন পড়েছেন
Link Copied!

ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে সুপেয় পানির সুবিধা ও শিক্ষার প্রসারে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ৯নং প্রকল্প গ্রামে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প এবং রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এই প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “ভাইবোনছড়া ইউনিয়নের এই প্রত্যন্ত অঞ্চলের ১৪টি গ্রামে প্রায় ১,৫০০ পরিবার বসবাস করে, যেখানে উচ্চ বিদ্যালয়ের অভাবে এখানকার ছেলেমেয়েদের দূরে গিয়ে পড়াশোনা করতে হয়। এই বিদ্যালয়ের স্থাপনা স্থানীয়দের উদ্যোগে নেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দূরবর্তী অঞ্চলে যেতে বাধ্য করবে না। এতে শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ আরও বৃদ্ধি পাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমাসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শিক্ষা নিয়ে আরও পড়ুন…

Khagrachari plus ads