khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী নূর ইসরাত জাহান ১ ঘন্টার জন্য খাগড়াছড়ির প্রতীকী পুলিশ সুপার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৬ অক্টোবর ২০২৪, ৪:৩২ পূর্বাহ্ণ ৩২৪ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার হলেন এনসিটিএফ’র জেলা সভাপতি নূর ইসরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপার হয়ে দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।

বুধবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইসরাত জাহান।

অক্টোবর মাসে কন্যা শিশু দিবসের মাস উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচীর আওতায় প্রতীকী এসপির উপস্থিতিতে এনসিটিএফ’র জেলা সাবেক সভাপতি শচীন দাশ ও সহ-সভাপতি জান্নাতুল মাওয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

এক ঘন্টার পুলিশ সুপার তাঁর স্বপ্নের কথা তুলে ধরে বলেন, কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন। নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্য বিয়ে রোধসহ করণীয় বিষয় তুলে ধরেন।

এসময় তিনি বিভিন্ন তথ্য ও উপাত্তের আলোকে জানান, খাগড়াছড়ি জেলায় প্রতিমাসে গড়ে ৩-৫টি করে ধর্ষণের মামলা করা হচ্ছে। নারী নির্যাতনের মামলা হচ্ছে। এমনই এক প্রেক্ষাপটে একজন কিশোরী হিসেবে অন্যান্য লক্ষ কিশোরীর মতো আমিও স্বপ্ন দেখি আমাদের খাগড়াছড়িতে একটি সুস্থ, সুন্দর, নিরাপদ সমাজের, যেখানে নারীরা সুরক্ষিত থাকবে, সুন্দরভাবে বেঁচে থাকবে। আর যেন কোন নারীকে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিবন্ধকতা ও কঠিন বাস্তবতার সাথে মুখোমুখি না হতে হয়।

“আমি স্বপ্ন দেখি একটি ধর্ষণমুক্ত, ইভটিজিংমুক্ত নারী ও শিশুবান্ধব খাগড়াছড়ি জেলা গড়ে তোলার।” – নূর ইসরাত জাহান

খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ, ইভটিজিং এবং বাল্যবিয়েসহ যেসব সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সেসব প্রতীকী পুলিশ সুপারের কাছ থেকে শুনেছি। তিনি এইবিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।

 প্রতীকী পুলিশ সুপার

তিনি আরো বলেন, তরুণ ও ছাত্রছাত্রীসহ যুব সমাজকে নিয়ে আমরা যদি সামনে এগুতে পারি তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুল বাতেন মৃধা, ডিআইওয়ান আনোয়ারুল ইসলামসহ জেলা এনসিটিএফ’র ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খাগড়াছড়ি সদর এর আরও পড়ুন…

Khagrachari plus ads