khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীছড়িতে যুব সমাজের উদ্যোগে ‘মানবতার দেওয়াল’ উদ্বোধন

রমজান আলী জিসান
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ ১৯৭ জন পড়েছেন
Link Copied!

‘প্রয়োজনীয় কাপড় নিয়ে যান, অপ্রয়োজনীয় কাপড় রেখে যান’ এই মানবিক স্লোগানকে সামনে রেখে শীতার্ত ও অসহায় মানুষের সহায়তায় লক্ষীছড়িতে চালু হয়েছে ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ মানবতার দেওয়াল। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে লক্ষীছড়ি বাজার সংলগ্ন বাদামতলা এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।

লক্ষীছড়ি যুব সমাজের উদ্যোগে রাহুল আমিন, আনিসুর রহমান আনিস, হাফিজুর রহমান, সোহেল এবং লক্ষীছড়ি সংবাদের প্রধান অ্যাডমিন ও প্রবাসী গণমাধ্যমকর্মী রমজান আলী জিসানের সার্বিক তত্ত্বাবধানে নতুন শীতবস্ত্র ও কাপড় দিয়ে মানবতার দেওয়ালটি স্থাপন করা হয়। এই দেওয়ালে সমাজের বিত্তবানরা তাদের অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন এবং দরিদ্র ও অসহায় পথচারীরা প্রয়োজন অনুযায়ী সেগুলো সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোবারক হোসেনসহ স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় স্বেচ্ছাসেবক রাহুল আমিন জানান, তীব্র শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে মানবতার দেওয়ালটিকে নিয়মিত ও ধারাবাহিক কার্যক্রমের আওতায় রাখা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করবে।

Khagrachari plus ads