khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

চার দশকের পথচলার সাক্ষ্য ‘উজ্জীবন’, খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছরে স্মরণীয় উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ ১৭১ জন পড়েছেন
Link Copied!

পার্বত্য জেলার সাংবাদিকতার বিকাশ ও পেশাগত লড়াইয়ের ইতিহাসে খাগড়াছড়ি প্রেসক্লাব এক সুদৃঢ় ও সম্মানজনক প্রতিষ্ঠান। সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে চার দশক অতিক্রম করেছে সংগঠনটি। সেই দীর্ঘ পথচলার স্মারক হিসেবে প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রথম স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও জয়ন্তী দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন,

“‘উজ্জীবন’ কেবল একটি স্মারক গ্রন্থ নয়, এটি পার্বত্য অঞ্চলের ইতিহাস, সাংবাদিকতার বিবর্তন ও সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন, ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা কাওসার আজিজী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক, কর্মরত সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। বক্তারা বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের চার দশকের অর্জন, সংগ্রাম ও পেশাগত ঐতিহ্য সংরক্ষণে ‘উজ্জীবন’ একটি সময়োপযোগী ও মূল্যবান প্রকাশনা, যা আগামী দিনের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময় ও সাংবাদিকতার গৌরবময় অতীতকে স্মরণ করার আবেগঘন পরিবেশ, যা উপস্থিত সকলের মাঝে গভীর ছাপ ফেলে।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads