খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোন স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ধুমুনিঘাটের পঙ্খীমুড়া এলাকায় দিনব্যাপী চলে এ মানবিক সেবা কার্যক্রম। সেনা জোনের মেডিকেল টিম নারী-শিশু, প্রবীণসহ সব বয়সের মানুষকে চিকিৎসা প্রদান করে।
দূর্গম পাহাড়ি জনপদ হওয়ায় নিয়মিত চিকিৎসা সুবিধা পাওয়া কঠিন- এমন মন্তব্য করে স্থানীয়রা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ তাঁদের জীবনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি এনে দেয়। তারা আরও জানান,
“সেনাবাহিনী শুধু পাহাড়ের নিরাপত্তা নয়, মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেয়। তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম।”
চিকিৎসা নিতে আসা সুবিধাভোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের আহ্বান জানিয়ে তারা বলেন, এসব মানবিক উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।
স্থানীয়দের মতে, মহালছড়ি জোনের এই কর্মসূচি শুধু সেবা নয়, বরং পাহাড়ে বসবাসরত মানুষের জীবনে নতুন আশার আলো। সেনাবাহিনী দেশের উন্নয়ন, মানবিক সহায়তা ও চিকিৎসা সেবায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে- এই কার্যক্রম তারই বাস্তব উদাহরণ।
মহালছড়ি নিয়ে আরও…

