khagrachari Plus
খাগড়াছড়িমঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা পদচ্যুত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণ ১৪০ জন পড়েছেন
Link Copied!

দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তদন্তে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। সেই প্রেক্ষিতেই তাঁকে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয় সরকার।

সূত্র জানায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তাঁদের অভিযোগ ছিল— তিনি পরিষদের সদস্যদের মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্ত নিতেন, কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নিতেন।

এছাড়া শিক্ষক বদলি-বাণিজ্য, ঠিকাদারদের বিল আটকে ঘুষ আদায় এবং প্রশাসনিক সিদ্ধান্তে ব্যক্তিগত স্বার্থ জড়ানোর মতো গুরুতর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মেলায় গত ৭ জুলাই তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো নিশ্চিত হলে মন্ত্রণালয় জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেয়।

Khagrachari plus ads