khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীছড়ির মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে প্রিন্টার প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:২১ অপরাহ্ণ ১৭৪ জন পড়েছেন
Link Copied!

শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রিন্টার মেশিন সরবরাহ করেছে পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে প্রিন্টার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য অনিময় চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এ সময় লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দেন।

বক্তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া আধুনিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রিন্টার মেশিন প্রদান শিক্ষকদের পাঠদান সহজ করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে সহায়ক হবে।

Khagrachari plus ads