খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎ বিলের অনিয়ম ঘিরে জনরোষের বিস্ফোরণ ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিটার রিডিংয়ের তুলনায় অতিরিক্ত বিল আদায় এবং অবৈধ সংযোগ থেকে আর্থিক সুবিধা নেওয়ার কারণে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর জেরে সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল মিয়াকে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের হাতে হস্তান্তর করে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টিএন্ডটি টিলা এলাকায় অবস্থিত পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করে স্থানীয়রা। একপর্যায়ে প্রকৌশলীর সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মারধরের ঘটনা ঘটে। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, বারবার অভিযোগ করার পরও বিল সংক্রান্ত অনিয়মের সমাধান হয়নি। তারা দাবি করেন, বিদ্যুৎ বিভাগের একাংশ ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বিল আদায় করে আসছে।
অন্যদিকে, সহকারী প্রকৌশলী চঞ্চল মিয়া জানান, পাহাড়ি এলাকায় অবৈধ সংযোগের কারণে বিল বেশি আসে এবং সমস্যা সমাধানে তিনি কাজ করছেন। তবে স্থানীয়রা তার বক্তব্য মানতে রাজি নন এবং অভিযোগ করেন, এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছিল।
সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে একাধিকবার বিষয়টি আলোচনায় আসলেও কার্যকর সমাধান হয়নি। তারা দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও স্বচ্ছ বিলিং সিস্টেম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বর্তমানে প্রকৌশলী চঞ্চল মিয়া পানছড়ি সাবজোনের হেফাজতে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।