khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালার কৃপাপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা শিবির

আরিফুল ইসলাম মহিন
০৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ ১৩৩ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম কৃপাপুর এলাকায় গ্রামীণ মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থীসহ তিন শতাধিক রোগী চিকিৎসা পরামর্শ নেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেন। সেনাবাহিনীর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম সরাসরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ও পুরো আয়োজন ঘনিষ্ঠভাবে তদারকি করেন।

চিকিৎসা শিবির সম্পর্কে ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন, “কৃপাপুর দীঘিনালার অন্যতম দুর্গম গ্রাম, যেখানে আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়া প্রায় অসম্ভব। এ কারণে সেনাবাহিনী নিয়মিত এসব এলাকায় মেডিকেল ক্যাম্প আয়োজন করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয় নন্দন চাকমা (৫৫) জানান, “আমি দীর্ঘদিন ধরে হাঁটু ও বুকের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। আজ বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরেছি এবং ওষুধও পেয়েছি। সেনাবাহিনীকে এজন্য ধন্যবাদ জানাই।”

Khagrachari plus ads