khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বিজিবির অভিযানে সীমান্তে আটক অবৈধ পণ্য

আরিফুল ইসলাম মহিন
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ ১৫৬ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে ভারত পাঠানোর উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গিলাতলী বিওপি এলাকায় নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে পরিচালিত টহল অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী পাহাড়ি ও আঁকাবাঁকা পথ ব্যবহার করে চোরাকারবারীরা পণ্য পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পণ্য ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ ওই পণ্যগুলো জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—সিস্টেম প্লাস বোতল ও জারিজেন, হক শাহাজাদি জর্দা, স্প্রে মেশিন, রশুন, জামা-কাপড়, জুতা, চেপা শুটকি, প্রাণ লাচ্চি, কৃষি ও পশুচিকিৎসা সামগ্রীসহ আরও অন্যান্য মালামাল। মোট ১৩ প্রকার পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার ৬২৯ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান রোধ এবং নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে বিজিবি নিয়মিতভাবে টহল ও অভিযান অব্যাহত রাখছে।

Khagrachari plus ads