khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে গার্ল গাইডস জেলা পরিষদ অধিবেশন: নেতৃত্ব ও নৈতিকতা বিকাশে জোর

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ ১৩৬ জন পড়েছেন
Link Copied!

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে দিনব্যাপী এ অধিবেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা গাইড কমিশনার ত্রিনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও গাইড শিক্ষক টুলু মারমা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন গার্ল গাইডসের সদস্য সচিব লাকী চাকমা।

অধিবেশনে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বিনা প্রভা চাকমা, খাগড়াছড়ি গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাবেক জেলা কমিশনার শ্রীলা তালুকদার, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহানসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গার্ল গাইডস কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে, নেতৃত্বের গুণাবলি বিকাশে এবং নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বশীলতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

অধিবেশনে জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইড সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠান ঘিরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Khagrachari plus ads