khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অসচ্ছল পরিবারের হাতে ছাগল তুলে দিল পার্বত্য জেলা পরিষদ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ণ ২২৪ জন পড়েছেন
Link Copied!

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়ি জেলা শহরে দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম। তিনি অসচ্ছল পরিবারগুলোর হাতে ছাগল তুলে দেন।

এ সময় তিনি বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ছাগল পালন অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। এই উদ্যোগ পরিবারগুলিকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেবে, পাশাপাশি সামগ্রিকভাবে এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

ছাগল গ্রহণকারী পরিবারগুলো জানান, এ সহায়তা ভবিষ্যতে তাদের জীবনে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করবে। কর্মসূচিতে সমাজকর্মী মাদল বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Khagrachari plus ads