khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আরিফুল ইসলাম মহিন
০১ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ ১৭৭ জন পড়েছেন
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মূল সমাবেশ। এর আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির শক্তি ঐক্যে তৃণমূলকে আরও সুসংগঠিত করতে হবে এবং সম্প্রীতির ভিত্তিতে সবাইকে একত্রে কাজ করতে হবে। তারা আগামী দিনে দলকে বিজয়ের পথে এগিয়ে নিতে নেতাকর্মীদের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Khagrachari plus ads
রাজনীতি সর্বশেষ