khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ৩০ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৩ শতাধিক মানুষ পেলেন চিকিৎসা সেবা

আরিফুল ইসলাম মহিন
৩০ আগস্ট ২০২৫, ২:৫১ অপরাহ্ণ ১১১ জন পড়েছেন
Link Copied!

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট ২০২৫) খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেছেন।

এসময় খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল উপস্থিত ছিলেন। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলামসহ সেনাবাহিনীর চিকিৎসক দল।

এছাড়াও, ক্যাম্প চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিজেই দায়িত্ব গ্রহণ করে। জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন,

“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে থাকে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা বলেন, এই ধরনের ক্যাম্পের মাধ্যমে দুর্গম অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সুলভ ও সহজ হয়ে উঠেছে।

Khagrachari plus ads