khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ২৭ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের অভিযান

আরিফুল ইসলাম মহিন
২৭ আগস্ট ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ ৫৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

দুদক সূত্র জানায়, হটলাইন ১০৬-এ দায়ের করা অভিযোগ অনুসারে কৃষি বীজ ও সার-সরঞ্জাম বিতরণ, ধান কাটার মেশিনসহ কৃষি যন্ত্রপাতি বিতরণে অনিয়ম, কর্মশালার বাজেটের অপব্যবহার বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি সুবিধাগুলো সঠিকভাবে বিতরণ না করে কিছু কর্মকর্তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।

দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ সাংবাদিকদের জানান, “অভিযোগের সত্যতা যাচাই করতেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরেজমিনে খোঁজ নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের বরাবর জমা দেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানের সময় দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র ও রেকর্ড খতিয়ে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেন। তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে।

Khagrachari plus ads