khagrachari Plus
খাগড়াছড়িশনিবার , ২৩ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৩ আগস্ট ২০২৫, ৩:৫০ অপরাহ্ণ ২০৬ জন পড়েছেন
Link Copied!

শতবর্ষের গৌরবময় ঐতিহ্যে সমৃদ্ধ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রধান ফটক বিদ্যালয়ের সৌন্দর্য, মর্যাদা ও নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে নতুন সংযোজন হিসেবে এই ফটক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে।

Khagrachari plus ads