Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খেলোয়াড়দের বিকাশে পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম মহিন
২১ আগস্ট ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ ৬০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়িতে তরুণ খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে চারটায় উপজেলা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল, কোন, মার্কারসহ নানা ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল কায়েস শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, সাবেক যুবনেতা জাহিদুল হোসেন রুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম ও যুগ্ম আহ্বায়ক মো. আমান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খেলোয়াড়দের উদ্দেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এতে শুধু শারীরিক ও মানসিক বিকাশই নয়, বরং মাদক থেকে দূরে রাখারও কার্যকর ভূমিকা রাখে। বক্তারা আশা প্রকাশ করেন, পানছড়ির ফুটবল একাডেমি থেকে একদিন জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে।

কর্মসূচিতে একাডেমির খেলোয়াড়রা উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন এবং নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

Khagrachari plus ads