Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির লক্ষীছড়িতে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রমজান আলী জিসান
২১ আগস্ট ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ ৪৩ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেতু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন চৌধুরী এবং লক্ষীছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফোরকান হাওলাদার। এছাড়াও জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি মোবারক হোসেন।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজাছড়ি উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বে লক্ষীছড়ি মডেল স্কুলকে পরাজিত করে হাজাছড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিক শিক্ষায় গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম দুর্নীতি প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সৎ মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Khagrachari plus ads