খাগড়াছড়ি পৌরসভার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক নবজাতক কন্যাশিশুর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে হতবাক হয়ে যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষায়, সেতুর পাশে পড়ে থাকা ছোট্ট নবজাতককে দেখে মুহূর্তেই এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা প্রশ্ন তোলেন, “এমন নির্মমতার শিকার হলো কেন একটি নিরপরাধ শিশু? মানবিকতা কি আজ পুরোপুরি হারিয়ে গেছে?”
প্রত্যক্ষদর্শী অভিজিৎ দাশ জানান, ব্যক্তিগত কাজে ব্রিজের পাশে গেলে প্রথমে তিনি শিশুটির মরদেহটি দেখতে পান। বিষয়টি টের পেয়েই তিনি দ্রুত পুলিশকে খবর দেন।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কন্যাশিশুটিকে অজ্ঞাত কেউ এখানে ফেলে রেখে গেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
তিনি আরও জানান, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।