নেতাকর্মীদের নামে দায়ের করা ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা নিরপরাধ কর্মীদের হয়রানি বন্ধেরও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বিএনপি নেতাদের প্ররোচনায় পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা মামলা নিয়েছে। তাদের দাবি, মামলাগুলোর কোনো প্রমাণ নেই এবং ঘটনাগুলো সম্পূর্ণ মনগড়া।
এনসিপি নেতারা বলেন, জুলাই বিপ্লবের সময় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া সত্ত্বেও তাদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। তারা রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগে উল্লেখ করা হয়, বিএনপির এক নেতা এনসিপির তিন নেতাকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে ট্যাগ দিয়ে মামলায় জড়িয়েছেন। মামলার এজাহারে ১৪, ১৫ ও ১৬ নম্বর আসামি হিসেবে থাকা ব্যক্তিরা এনসিপির সক্রিয় নেতাকর্মী।
লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি নেতা শাহ নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, রাহাত হোসেন বেলাল, আকলিমা আক্তার, সুইচিং মারমা ও বিপ্লব ত্রিপুরা।
উল্লেখ্য, গত ১০ আগস্ট মো. কুদ্দুস বাদী হয়ে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে চাঁদার জন্য বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর, ভাঙচুর ও লুটপাট করা হয়।