খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় জীবন ত্রিপুরা (৩৫) নামের এক ইজি বাইক (টমটম) চালক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবন ত্রিপুরা থানাচন্দ্রপাড়া এলাকা থেকে ইজি বাইক চালিয়ে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি ইজি বাইক আসতে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে তিনি চলন্ত গাড়ি থেকে লাফ দেন। এতে রাস্তার পাশে থাকা দেওয়ালে মাথা ঠেকে গুরুতর আহত হন।
স্থানীয়রা ও অন্য চালকরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জীবন ত্রিপুরা থানাচন্দ্রপাড়া এলাকার বিহারি ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয়ে লাফ দিয়ে দেওয়ালে মাথা আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”