khagrachari Plus
খাগড়াছড়িবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে শুধু পাহারা নয়, শিক্ষার আলোও ছড়াচ্ছে বিজিবি

আরিফুল ইসলাম মহিন
০৭ আগস্ট ২০২৫, ২:০৫ অপরাহ্ণ ২৭৯ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী রামগড় উপজেলার অন্তু পাড়া এলাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে অন্তু পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে বিজিবি রামগড় জোন।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগড় জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে নিজে শিক্ষা উপকরণগুলো তুলে দেন এবং লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

জোন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, এই পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে আমরা আগামীতেও অন্তু পাড়া বিদ্যালয়ের পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহমদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের সহায়তা পাহাড়ি জনপদের শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Khagrachari plus ads