Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ৬ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি জোনের উদ্যোগে ১৪ পরিবারকে আর্থিক সহায়তা, ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

আরিফুল ইসলাম মহিন
০৬ আগস্ট ২০২৫, ১:২৭ অপরাহ্ণ ৯৫ জন পড়েছেন
Link Copied!

পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের কল্যাণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ১৪টি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা এবং ৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর জোনের বাগান বিলাস অডিটোরিয়ামে আয়োজিত এই মানবিক সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি জোন। অনুষ্ঠানে জোনের সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর হাতে অনুদান ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

আর্থিক সহায়তা হিসেবে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। একই সঙ্গে একটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে উপহার হিসেবে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

এছাড়া উপস্থিত ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—প্রতি পরিবারে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা এবং ১ কেজি ছোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।

জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন দিন দিন আরও দৃঢ় হচ্ছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও জনগণের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখাই আমাদের অন্যতম দায়িত্ব।”

মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় জনগণ এই ধরনের কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

Khagrachari plus ads