Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িমঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির গর্বিত জুলাই শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৫ আগস্ট ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ ৯৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির ইতিহাসে সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক শহীদ মোঃ মজিদ হোসেনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। তিনি জেলার একমাত্র ‘জুলাই শহীদ’ হিসেবে খ্যাত, যিনি মাত্র ১৬ বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে জীবন উৎসর্গ করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামগড় উপজেলার নাকাপা বাজারসংলগ্ন পাতাছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা পরিষদের সদস্য, জেলা বিএনপি নেতৃবৃন্দ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংবাদিক, আনসার সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধিরা।

সকাল থেকেই সমাধিস্থল কেন্দ্র করে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সর্বস্তরের মানুষ শহীদের আত্মত্যাগ স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় শহীদ মজিদের জীবনাদর্শ ও আত্মত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় করে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

প্রসঙ্গত ২০২৪ সালের ১৯ জুলাই, মাত্র ১৬ বছর বয়সী কিশোর মজিদ হোসেন চট্টগ্রাম থেকে ট্রাকে করে মালামাল নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে যান। মালামাল নামিয়ে ফেরার পথে ট্রাকটি রেললাইন পার হতে গিয়ে আটকে পড়ে। ঠিক তখনই দুর্বৃত্তরা ট্রাকে আগুন লাগিয়ে দিলে তা মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে ৮০ শতাংশ দগ্ধ হন মজিদ।

প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই তার মৃত্যু হয়।

মজিদ হোসেন এখন ‘জুলাই শহীদ’ নামে খাগড়াছড়ির গণস্মৃতিতে অমর হয়ে আছেন।

Khagrachari plus ads