khagrachari Plus
খাগড়াছড়িমঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের গণমিছিল

আরিফুল ইসলাম মহিন
০৫ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ ২১১ জন পড়েছেন
Link Copied!

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ইসলামী আন্দোলনের জেলা কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র উপদেষ্টা মাওলানা সানাউল্লাহ নুরি মাহমুদী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা উপদেষ্টা আব্দুল্লাহ আলআরিফ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এবং ইসলামী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মো. নাজমুস সাকিব। এছাড়াও জেলা শাখার সহ-সভাপতি আব্দুল জাব্বার গাজী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব একটি আদর্শ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখিয়েছে—যেখানে থাকবে না দুর্নীতি, বৈষম্য বা চাঁদাবাজি।” তারা বলেন, দেশের জনগণ আজ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর সে পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার সুরক্ষা ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি চালুর দাবি জানান এবং সকল নাগরিককে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

Khagrachari plus ads
রাজনীতি সর্বশেষ