khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ১ আগস্ট ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের করুণ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ ৪৪৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ চাকমা শুকনাছড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ওপর ঝুঁকে পড়া একটি পুরনো গাছের ডাল কাটতে গিয়ে রমেশ চাকমা নিজে দা হাতে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল কাটার মুহূর্তে কাছ দিয়ে যাওয়া ১১ কেভি হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন,

“যেসব এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছের ডাল কাটার পূর্বে বিদ্যুৎ অফিসে জানানো বাধ্যতামূলক। আমাদের জানালে আমরা আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করি। কিন্তু এই ঘটনায় কেউ কোনো পূর্বে অবহিত করেনি। সচেতনতা থাকলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।”

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান,

“আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রমেশ চাকমার হঠাৎ মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্ঘটনাটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশেপাশে কাজ করার সময় অধিক সতর্কতার প্রয়োজনীয়তা ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও সামনে এনেছে।

Khagrachari plus ads