Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ৩০ জুলাই ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আরিফুল ইসলাম মহিন
৩০ জুলাই ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ ১০০ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মেদ।

এছাড়া বক্তব্য রাখেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সিনিয়র শিক্ষক অনুপ দত্ত তালুকদার ও বিশ্বময় চাকমা।

বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বকে প্রশংসা করে বলেন, নিয়মিত অধ্যবসায় ও সম্মিলিত প্রচেষ্টাই এ সাফল্যের মূল। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সচেষ্ট হতে হবে।

সভাপতির বক্তব্যে শাহেদুল হোসেন সুমন বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে ২,০০০ টাকা করে আর্থিক উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দ্বার উন্মোচন করেছে।Job circular Khagrachari

Khagrachari plus ads