খাগড়াছড়ি জেলা শহরে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার টাকাসহ মোশাররফ হোসেন জুয়েল (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি জাতীয় পার্টির খাগড়াছড়ি জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
সোমবার (২৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান পরিচালনা করেন এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে একটি টিম।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোশাররফ হোসেন খাগড়াছড়ি শহরের শান্তিনগরের বাসিন্দা ও পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর গ্রামের মো. মোসলেম উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সামাজিকভাবে নিজেকে ভদ্র ও রাজনৈতিক পরিচয়ে আড়াল করতেন।
তাকে অনুসরণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন হিল কুইন গেস্ট হাউজের সামনে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্কুটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার টাকা জব্দ করা হয়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”