Advertisement
khagrachari Plus
খাগড়াছড়িরবিবার , ২৭ জুলাই ২০২৫
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরার ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি
২৭ জুলাই ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ ২৮০ জন পড়েছেন
Link Copied!

অস্ত্র আইনে দায়ের করা মামলায় খাগড়াছড়ির মাটিরাঙ্গার খজেন্দ্র ত্রিপুরাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাব-৭ এর একটি দল মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালিয়ে খজেন্দ্র ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ আটক করে। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কয়েক মাস পর তিনি জামিনে মুক্ত হন।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামী খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আসামীর উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন বিচারক।

খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও এই প্রথম কোনো অস্ত্র মামলার যুগান্তকারী রায় এটি।

Khagrachari plus ads