খাগড়াছড়ি শহরের পার্কসাইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে শিশুদের জন্য বিশেষায়িত ফ্রি অর্থোপেডিক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী এই ক্যাম্পে জন্মগত ত্রুটি, হাড় ও জয়েন্টের সমস্যা, ইনজুরি ও সংক্রমণসহ নানা জটিলতায় আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।
দেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন পার্কসাইড হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শহীদ তালুকদার। তিনি বলেন, ‘‘শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতের জন্য এই ক্যাম্প একটি মানবিক প্রয়াস। এতে জেলাবাসী উপকৃত হবেন বলে আশা করি।’’
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন বরেণ্য অর্থোপেডিক বিশেষজ্ঞরা। প্রফেসর ডা. সরোয়ার ইবনে সালাম, প্রফেসর ডা. সায়েদ আহমেদ, ডা. কাইসুর রাব্বি, ডা. রুবায়েত তাসফিন, ডা. এ. কে. এম. শাহজাহান ও ডা. গোলাম ফরহাদ শিশুদের বয়স ও রোগের জটিলতা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও অস্ত্রোপচার সম্পন্ন করেন।
প্রায় দেড় শতাধিক শিশু তাদের অভিভাবকদের নিয়ে এই সেবা গ্রহণ করেন। পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকেও বহু অভিভাবক চিকিৎসা নিতে আসেন।
ক্যাম্প নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের শিশু অর্থোপেডিক ও ট্রমা সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. নয়ন ময় ত্রিপুরা বলেন, ‘‘প্রতি বছর পার্বত্য এলাকায় এ ধরনের মহতিউদ্দ্যোগ গ্রহণের মাধ্যমে শিশুদের জন্মগত বা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যা নিরসনে তা বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। আমরা এর সাফল্যে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।’’
অভিভাবক ও সেবাগ্রহীতারা চিকিৎসকদের আন্তরিকতা, সহানুভূতি ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করে জানান, প্রান্তিক অঞ্চলে এমন মানসম্পন্ন বিশেষজ্ঞ সেবা তাদের দীর্ঘদিনের উদ্বেগ কিছুটা হলেও দূর করেছে।