khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ১৩ জুন ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে কিশোর-কিশোরীদের নিয়ে এনসিটিএফ’র প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ ৫২২ জন পড়েছেন
Link Copied!

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিশু অধিকার রক্ষা, প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা বাড়াতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)-এর দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার (১৩ জুন) খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউটের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় জেলার এনসিটিএফ সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণটি বাস্তবায়ন করে ইয়েস বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে পরিচালিত “ওয়াই মুভস” প্রকল্প।

কিশোর বয়স থেকেই নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয় এই কর্মশালায়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক এবং নিশিতা ত্রিপুরা। অংশগ্রহণকারীদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে আলোচনায় উঠে আসে কিশোর-কিশোরীদের ভাবনা, আশঙ্কা ও ভবিষ্যৎ স্বপ্ন।

একজন অংশগ্রহণকারী বলেন,

“আমরা শুধু শিখছি না, বরং গড়েও তুলছি একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজের স্বপ্ন।”

প্রশিক্ষক খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক বলেন,

“এই বয়স থেকেই নেতৃত্বের বীজ রোপণ করতে পারলে, ভবিষ্যতের সমাজে তারাই হবে ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি।”

আয়োজকদের মতে, এই প্রশিক্ষণ কর্মশালা কিশোর-কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস, সচেতনতা এবং নেতৃত্বের মানসিকতায় একটি ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করেছে।

Khagrachari plus ads