khagrachari Plus
খাগড়াছড়িবুধবার , ৭ মে ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ৮১ ভারতীয় নাগরিকের বাধ্যতামূলক অনুপ্রবেশ | উত্তপ্ত সীমান্ত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০৭ মে ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ ৩৬২ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ি জেলার ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে হঠাৎ করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮১ জন ভারতীয় নাগরিককে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এদের সবাই গুজরাট রাজ্যের বাসিন্দা।

আজ বুধবার (০৭ মে) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত, তাইন্দং সীমান্ত এবং পানছড়ি সীমান্তে তিনটি ভিন্ন পয়েন্ট দিয়ে এই অনুপ্রবেশ ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিরাপত্তা সূত্র বলছে, ভারতীয় নাগরিকদের এভাবে সীমান্ত অতিক্রম করানো সম্পূর্ণ ছিল বাধ্যতামূলক এবং পূর্ব কোনো আলোচনার ভিত্তিতে নয়। অনুপ্রবেশকারীদের অধিকাংশই দিনমজুর শ্রেণির মানুষ, যাদের কারো কাছে নেই বৈধ কাগজপত্র কিংবা পাসপোর্ট।

স্থানীয় বাসিন্দারা জানান,

“হঠাৎ এত বিদেশি লোকজন দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। অনেকে রাস্তায় বসে কান্নাকাটি করছিলেন, কেউ কেউ খাবার ও আশ্রয়ের জন্য সাহায্য চাইছিলেন।”

মানবিক কারণে এলাকাবাসীরা তাদেরকে শুকনো খাবার ও সাময়িক সহায়তা দিয়েছেন।

এ বিষয়ে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান,

“আমরা এখনো পুরো বিষয়টি সম্পর্কে নিশ্চিত নই। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা বলেন,

“মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। বিজিবি এবং বিএসএফের মধ্যে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মানবিক দিক বিবেচনায় ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে।”

এই পরিস্থিতিতে সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক নজর রাখছে।

মাটিরাঙ্গা নিয়ে আরও…

Khagrachari plus ads