khagrachari Plus
খাগড়াছড়িসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব | সভাপতি মাসুদ রানা ও সম্পাদক সাজ্জাদুল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৮ এপ্রিল ২০২৫, ৬:২০ অপরাহ্ণ ৪৫৬ জন পড়েছেন
Link Copied!

দীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হলো ব্যালটের মাধ্যমে। এতে সভাপতি পদে মো. মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী। ভোটের ফলাফলে মাসুদ রানা পেয়েছেন ১১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন জিকু পেয়েছেন ১০৩ ভোট এবং সাইদুল ইসলাম পেয়েছেন ৬৮ ভোট। দুটি ভোট বাতিল হয়।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী মো. সাজ্জাদুল ইসলাম পেয়েছেন ৯১ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. জসিম উদ্দিন পেয়েছেন ৮৫ ভোট, সাদিয়া আফরিন মোহনা ৫৭ ভোট এবং মো. আরিফ হোসেন পেয়েছেন ৫১ ভোট।

মোট ৩১৬ জন কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, অনুপস্থিত ছিলেন ৩২ জন। সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।

অনেক কাউন্সিলর জানান, ১৭ বছর পর ভোট দেয়ার অভিজ্ঞতা ছিল দারুণ। তারা আশা করেন জাতীয় সংসদ নির্বাচনে এমন গণতান্ত্রিক পদ্ধতিতেই অংশগ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথি আরিফুল ইসলাম আরিফ বলেন,

“ছাত্রদলকে সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চলছে।”

কাউন্সিলের সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, মুন্সী মো. জসিম রানা, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ সহ আরও অনেকে।

রাজনীতি নিয়ে আরও…

Khagrachari plus ads
রাজনীতি সর্বশেষ