khagrachari Plus
খাগড়াছড়িশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
Khagrachari plus ads
আজকের সর্বশেষ সবখবর

বিটিকেএস কেন্দ্রীয় কমিটিতে সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, সম্পাদক শুভ্রদেব ত্রিপুরা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ ৬৫৫ জন পড়েছেন
Link Copied!

ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতিপ্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) কেন্দ্রীয় কমিটির ১৬তম কাউন্সিল সভা খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সদরের মিলনপুরস্থ বিটিকেএস কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ কাউন্সিলে সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। সভা শেষে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বিটিকেএস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমল বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন পরেন্দ্র লাল ত্রিপুরা।

কাউন্সিলে বিটিকেএস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টা পরিষদ এবং আঞ্চলিক শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিকেএস-এর সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সুরেশ মোহন ত্রিপুরা, বর্তমান সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, উপদেষ্টা প্রভাংশু ত্রিপুরা, ক্ষেত্র মোহন রোয়াজা, সদ্য সাবেক সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা (সুকান্ত), যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, নির্বাহী সদস্য জয়া ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক ধনেশ্বর ত্রিপুরাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীর ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটি আগামী তিন বছর (২০২৫-২০২৭) বিটিকেএস-এর নেতৃত্ব দেবে।

খাগড়াছড়ি নিয়ে আরও…

Khagrachari plus ads