khagrachari Plus
খাগড়াছড়িTuesday , ২৯ অক্টোবর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়ি সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা | তিন শতাধিক মানুষের উপকার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
২৯ অক্টোবর ২০২৪, ৬:২১ PM ১০১ জন পড়েছেন
Link Copied!

ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে মহালছড়ি সেনা জোন।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা ও মুবাছড়ি এলাকায় ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি সেনা জোন ।

মেডিকেল ক্যাম্পেইনে মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় একটি মেডিক্যাল টিম দিনব্যাপি প্রায় তিন শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারন অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধরা নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পেয়ে এমন মহতি উদ্যোগের জন্য মহালছড়ি সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গ্রামবাসী সেনাবাহিনীর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এই ধরনের সেবা কার্যক্রম আরও নিয়মিতভাবে পরিচালনার জন্য আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন রোগ নির্ণয় ও ওষুধ বিতরণের মাধ্যমে সেনাবাহিনী জনগণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মহালছড়ি সেনা জোন স্থানীয় জনগণের উন্নত জীবনযাত্রা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তারা সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন সেনা জোনের দায়িত্বশীল কর্মকর্তারা।

এ ধরনের ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং উন্নত চিকিৎসার জন্য তাদের নির্ভরতার স্থান হয়ে উঠছে।

 

পার্বত্য অঞ্চল নিয়ে আরও পড়ুন

Khagrachari plus ads