khagrachari Plus
খাগড়াছড়িWednesday , ১৬ অক্টোবর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি কর্তৃক ক্রিকেট খেলোয়াড় বাছাই | খাগড়াছড়ি স্টেডিয়ামে

নিজস্ব প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ৪:২১ AM ৩৯১ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির ক্রিকেট খেলোয়াড়দের জন্য বিজ্ঞপ্তি

খাগড়াছড়ির ক্রিকেট খেলোয়াড়দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সোমবার ২১/১০/২০২৪ খ্রি. তারিখ সকাল ৮.৩০ মিনিটে খাগড়াছড়ি স্টেডিয়ামের মাঠ প্রাঙ্গনে বিসিবি কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বয়সী ক্রিকেট খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। যারা উক্ত বাছাইতে টিকবে, তাদেরকে বয়স নির্ধারণী মেডিকেলের সুযোগ প্রদান করা হবে।

উক্ত বাছাই কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম বিভাগীয় কোচ জনাব মোমিনুল হক।

করনীয় ও পালনীয়:

  • ১. বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য খেলোয়ারদের অবশ্যই অনলাইন জন্মনিবন্ধনের মূলকপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • ২. পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও সমমানের মূল সনদ অথবা রেজিস্ট্রেশন কার্ড অথবা এডমিট কার্ড অথবা বেতন কার্ডের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
  • ৩. যে সব খেলোয়াড় ৫ শ্রেণীতে পড়াশোনা করছো অথবা অটো পাশ, তারা স্কুলের প্রধান শিক্ষক এর স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র মূল কপি সঙ্গে আনতে হবে।
  • ৪. খেলোয়াড়দের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ এবং দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি সঙ্গে আনতে হবে।
  • ৫. যেসব খেলোয়াড় প্রথমবারের মতো বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করছে, তাদের অবশ্যই নিজ নিজ খেলার সামগ্রী সঙ্গে আনতে হবে।
  • ৬. ড্রেস কোড: উপরের গেঞ্জি অবশ্যই সাদা হতে হবে, নিচে ট্রাউজার কালো অথবা যে কোনো রঙের হতে পারে।
  • ৭. যারা ইতিপূর্বে কাগজপত্র ও ছবি জমা দিয়েছে, তাদের শুধু মূলকপি আনলেই চলবে।
বয়স সীমা বয়সের হিসাব
অনূর্ধ্ব-১৪ ১ সেপ্টেম্বর ২০১০ বা এর পরে জন্মগ্রহণকারী
অনূর্ধ্ব-১৬ ১ সেপ্টেম্বর ২০০৮ বা এর পরে জন্মগ্রহণকারী
অনূর্ধ্ব-১৮ ১ সেপ্টেম্বর ২০০৬ বা এর পরে জন্মগ্রহণকারী

যোগাযোগ:

মুজাহিদ বাবু

জেলা ক্রিকেট কোচ, খাগড়াছড়ি

মোবাইল: ০১৮২২২৭৫৫১১

 

খেলা নিয়ে আরও পড়ুন

Khagrachari plus ads