khagrachari Plus
খাগড়াছড়িMonday , ২ ডিসেম্বর ২০২৪
buy-sell-khagrachari-plus
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
০২ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ PM ৭৮ জন পড়েছেন
Link Copied!

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (০২ ডিসেম্বর) সকালে পানছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প পরিচালিত হয়। খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

৩৯১ জন রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন বিভাগে রোগীদের সেবা দেওয়া হয়। মোট ৩৯১ জন রোগীকে চক্ষু, নাক-কান-গলা, শিশু, গাইনোকোলজি, সার্জিক্যাল ও মেডিসিন বিভাগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

প্রতিবন্ধীদের সহায়তা ও কম্বল বিতরণ

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ১টি হুইলচেয়ার এবং ১০টি হাতের লাঠি বিতরণ করা হয়। পাশাপাশি গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ফিল্ড এ্যাম্বুলেন্স’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন।

এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে বিএসএস নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন এবং ডাঃ বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেন,

“চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।”

এ সময় মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন খাগড়াছড়ি নিয়ে…

Khagrachari plus ads