খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির আয়োজনে একটি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি টাউন হল মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “ভোট চুরির সরকার আ’লীগ দেশে গুম, খুন, ও নির্যাতনের মাধ্যমে জনগণের কষ্ট বাড়িয়েছে এবং পাহাড়ে অশান্তির পরিবেশ তৈরি করেছে। পাহাড়ি ও বাঙালির মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে এবং একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করতে হবে।”
উপস্থিত নেতাকর্মীদের মাঝে উৎসাহ ছিল প্রবল। দীর্ঘ ১৭ বছর পর ওয়াদুদ ভূঁইয়ার মানিকছড়ি সফর উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নোমান সাগর এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পাহাড়ি-বাঙালির মৈত্রীর আহ্বান জানিয়ে বলেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামনের দিনগুলোতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে।
রাজনীতি নিয়ে আরও…